বঙ্গ বার্তা ডিজিটাল ডেস্ক :
একদমই মিথ্যা তথ্য ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, শিক্ষিতদের একাংশ বেশি তৎপর হয়েছেন মিথ্যা ছড়াতে বলে জানা গিয়েছে। "এই মর্মে..না" একটি লিখা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ওই বিশেষ লেখা নিজের ওয়ালে লিখে পোস্ট করলে তাদের ছবি বা তথ্য কখনোই মেটা ব্যবহার করতে পারবে না।।
আসলেই এই ধরনের তথ্য একদমই ভুল। এমন কোন ইনফরমেশন বা নোটিশ এখনো পর্যন্ত মেটা'র তরফ থেকে প্রকাশ করা হয়নি। তাই উদ্বিগ্ন হয়ে পড়ার কিছু নেই। একই বিষয় বিগত বছরের অনেকবার ভাইরাল হয়েছিল ফেসবুকে।
নিজেদের ফেসবুকের সেটিং অপশনে গিয়ে নিজেরাই তাদের তথ্য সংরক্ষণ বা তথ্য সিকিউরিটি করে রাখতে পারবেন। এর জন্য আপনাকে ফেসবুক সেটিং এ গিয়ে সেখান থেকে সেগুলি ঠিক মতো দেখে রাখতে হবে।