শিক্ষিত মানুষজনই সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়াতে তৎপর।

29th July 2025 1:33 am সম্পাদকীয়
শিক্ষিত মানুষজনই সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়াতে তৎপর।


 বঙ্গ বার্তা ডিজিটাল ডেস্ক :

একদমই মিথ্যা তথ্য ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে‌, শিক্ষিতদের একাংশ বেশি তৎপর হয়েছেন মিথ্যা ছড়াতে বলে জানা গিয়েছে। "এই মর্মে..না" একটি লিখা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ওই বিশেষ লেখা নিজের ওয়ালে লিখে পোস্ট করলে তাদের ছবি বা তথ্য কখনোই মেটা ব্যবহার করতে পারবে না।। 

আসলেই এই ধরনের তথ্য একদমই ভুল। ‌ এমন কোন ইনফরমেশন বা নোটিশ এখনো পর্যন্ত মেটা'র তরফ থেকে প্রকাশ করা হয়নি।  তাই উদ্বিগ্ন হয়ে পড়ার কিছু নেই। একই বিষয় বিগত বছরের অনেকবার ভাইরাল হয়েছিল ফেসবুকে। 

নিজেদের ফেসবুকের সেটিং অপশনে গিয়ে নিজেরাই তাদের তথ্য সংরক্ষণ বা তথ্য সিকিউরিটি করে রাখতে পারবেন। এর জন্য আপনাকে ফেসবুক সেটিং এ গিয়ে সেখান থেকে সেগুলি ঠিক মতো দেখে রাখতে হবে।

 

 





Others News

"ফিরে চাই আবার" ✍️ ফেরদৌসী বেগম।

"ফিরে চাই আবার" ✍️ ফেরদৌসী বেগম।


"ফিরে চাই আবার"

✍️ ফেরদৌসী বেগম


আমার চেনা পৃথিবী বদলে গেছে অচেনা 
সাগর তীরে  !
ফুরিয়েছে বেলা  হারিয়েছে তাঁর  ভেলা !
যার কাছে ফুলের কোনো মূল্য নেই !
ঘুমভাঙা সকালের কোনো স্বপ্ন নেই !
আকাশটাও  আজ বড্ড দূরে , 
শুধু বন্দি আর জব্দের পাহাড়ের আনাগোনা করে !
এ তো  আমার চেনা পৃথিবী নয় , 
বৃষ্টিগুলো চাতক হয়ে আসে না চালে !
রঙের টুলি সাজে না আর বাতাসের , 
 নদী   ! 
এ তো আমার চেনা পৃথিবী নয় !
মানুষের মানবতার অস্তিত্ব আর ছিটে ফোঁটা 
বেঁচে নেই !
আকাশের মেঘও বদলে নিয়েছে রঙ !
সবই শুধু ছলনা  , 
না আছে শিক্ষা না আছে বিদ‍্যা !
এ তো আমার চেনা পৃথিবী নয় ! 
ঘুম ভেঙে ভোরে 
আবার ফিরে চাই আমার পৃথিবী !
যেখানে বিশ্বাসে ভয় নেই , 
সাত রঙ সাজে  !
ফুলের গন্ধও কথা বলে , 
আবার চাই আমার পৃথিবী যেখানে 
হিংসা নয় মানুষ মানুষের পরিচয় দিয়ে 
বাঁচে  !