শা কি ল: ৯ সেপ্টেম্বর ২০২৫
চিকিৎসাবিজ্ঞানে রচিত হলো এক নতুন ইতিহাস। ক্যানসারে আক্রান্ত এক রোগীর জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে প্রায় ১১ হাজার কিলোমিটার দূর থেকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসেই সার্জন ডা. বিপুল প্যাটেল আফ্রিকার অ্যাঙ্গোলার এক রোগীর শরীরে দেড় ঘণ্টার ওই সার্জারি সম্পন্ন করেন।
ঘটনাটি ঘটেছে রোবটের সাহায্যে, যা ‘ট্রান্সকন্টিনেন্টাল রোবটিক টেলিসার্জারি’ নামে পরিচিত। প্রক্রিয়াটিতে চিকিৎসক একটি কনসোলের সামনে বসে হাতল নাড়েন, যা সঙ্গে সঙ্গে ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে পৌঁছে যায় দূরে থাকা রোবটের কাছে। রোবটের যান্ত্রিক হাতও সেভাবেই নড়ে অস্ত্রোপচার চালায়।
অপারেশনের সময় ডা. বিপুল থ্রিডি স্ক্রিনে রোগীর শরীর পর্যবেক্ষণ করেন। তাঁর দাবি, এত দূরত্ব সত্ত্বেও হাতের নড়াচড়া ও রোবটের প্রতিক্রিয়ার মধ্যে কোনো বিলম্ব হয়নি। প্রায় এক ঘণ্টা বিশ মিনিটেই শেষ হয় অস্ত্রোপচার।
উল্লেখ্য, ডা. বিপুল এর আগে প্রায় ২০ হাজার রোবটিক সার্জারি করেছেন, তবে সেগুলোতে তিনি রোগীর সঙ্গে একই কক্ষে ছিলেন। মহাদেশ পেরিয়ে এভাবে প্রথমবারের মতো সফল সার্জারি করলেন তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানের এ সাফল্য বিশ্বজুড়ে চিকিৎসা সহজলভ্য করার নতুন দিগন্ত উন্মোচন করল। ভবিষ্যতে এ প্রযুক্তি দূরবর্তী এলাকায় জটিল চিকিৎসা