কবিতা আত্মনির্ভর ✍️ আওয়াল হোসেন

17th May 2020 10:01 am সম্পাদকীয়
কবিতা আত্মনির্ভর ✍️ আওয়াল হোসেন


∆ আত্মনির্ভর

সমাজের বুকে কোনাে ঠাঁই নেই,
ঘরে ফেরার কোনাে উপায় নেই।
মাইলের পর মাইল হেঁটে হেঁটে,
নাড়ির ভেতরটা শুকিয়ে গেছে।

সভ্যতাকে যারা মাথায় তুলে রাখে,
তাদের শরীরে ঝরছে রক্ত ঘাম।
শ্রমিকদের মৃত্যু মিছিলে মিছিলে,
প্রতিনিয়ত খুন হচ্ছে মানবাধিকার।

রাষ্ট্রের রক্তাক্ত হাতে ঝরেছে ফুল,
শ্রমিকের ঘাড়ে যত ভুলের মাশুল।
ধর্মের গন্ধ নেই, আওয়াজ নেই,
মিডিয়ার চোখে নেমেছে আঁধার।

অসহ্য ক্ষুধার আর্তনাদ হেরে যায়
পাঁজর ভাঙার তীব্র যন্ত্রণার কাছে।
শ্রমিকদের লাশের স্তুপের ওপর,
আত্মনির্ভরতার প্রকাণ্ড অগ্নিবলয়।

ওরা শােষিত, ওরা আজ লাঞ্চিত,
মানবতার আদালতে ওরা বঞ্চিত।
পথে পথে আর কত মরলে শ্রমিক,
জাগবে স্বৈরাচারীর নপুংসক বিবেক?





Others News

"ফিরে চাই আবার" ✍️ ফেরদৌসী বেগম।

"ফিরে চাই আবার" ✍️ ফেরদৌসী বেগম।


"ফিরে চাই আবার"

✍️ ফেরদৌসী বেগম


আমার চেনা পৃথিবী বদলে গেছে অচেনা 
সাগর তীরে  !
ফুরিয়েছে বেলা  হারিয়েছে তাঁর  ভেলা !
যার কাছে ফুলের কোনো মূল্য নেই !
ঘুমভাঙা সকালের কোনো স্বপ্ন নেই !
আকাশটাও  আজ বড্ড দূরে , 
শুধু বন্দি আর জব্দের পাহাড়ের আনাগোনা করে !
এ তো  আমার চেনা পৃথিবী নয় , 
বৃষ্টিগুলো চাতক হয়ে আসে না চালে !
রঙের টুলি সাজে না আর বাতাসের , 
 নদী   ! 
এ তো আমার চেনা পৃথিবী নয় !
মানুষের মানবতার অস্তিত্ব আর ছিটে ফোঁটা 
বেঁচে নেই !
আকাশের মেঘও বদলে নিয়েছে রঙ !
সবই শুধু ছলনা  , 
না আছে শিক্ষা না আছে বিদ‍্যা !
এ তো আমার চেনা পৃথিবী নয় ! 
ঘুম ভেঙে ভোরে 
আবার ফিরে চাই আমার পৃথিবী !
যেখানে বিশ্বাসে ভয় নেই , 
সাত রঙ সাজে  !
ফুলের গন্ধও কথা বলে , 
আবার চাই আমার পৃথিবী যেখানে 
হিংসা নয় মানুষ মানুষের পরিচয় দিয়ে 
বাঁচে  !