∆ আত্মনির্ভর
সমাজের বুকে কোনাে ঠাঁই নেই,
ঘরে ফেরার কোনাে উপায় নেই।
মাইলের পর মাইল হেঁটে হেঁটে,
নাড়ির ভেতরটা শুকিয়ে গেছে।
সভ্যতাকে যারা মাথায় তুলে রাখে,
তাদের শরীরে ঝরছে রক্ত ঘাম।
শ্রমিকদের মৃত্যু মিছিলে মিছিলে,
প্রতিনিয়ত খুন হচ্ছে মানবাধিকার।
রাষ্ট্রের রক্তাক্ত হাতে ঝরেছে ফুল,
শ্রমিকের ঘাড়ে যত ভুলের মাশুল।
ধর্মের গন্ধ নেই, আওয়াজ নেই,
মিডিয়ার চোখে নেমেছে আঁধার।
অসহ্য ক্ষুধার আর্তনাদ হেরে যায়
পাঁজর ভাঙার তীব্র যন্ত্রণার কাছে।
শ্রমিকদের লাশের স্তুপের ওপর,
আত্মনির্ভরতার প্রকাণ্ড অগ্নিবলয়।
ওরা শােষিত, ওরা আজ লাঞ্চিত,
মানবতার আদালতে ওরা বঞ্চিত।
পথে পথে আর কত মরলে শ্রমিক,
জাগবে স্বৈরাচারীর নপুংসক বিবেক?