"lockdown is pause button not a full stop"
মোয়াজ্জেম হোসেন
ভারতের করোনা আক্রান্ত 1 লাখ পার। যদি সরকার প্রোপার টেস্ট করে মেডিসিন দিয়ে সুস্থ না করেতে পারে তাহলে কোনোদিন এইভাবে করোনা মুক্ত করতে পারবে না। ফলে লোকডাউন এর কোনো মানে হয় না।
সরকার শুধুই কি লক ডাউন ঘোষণা করলেই কাজ শেষ আর দায় কি শুধু জনগণের?
লক ডাউন এর আজ 55 দিন পার হয়ে গেল গরিব, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো ব্যাবস্থা নেই, যেখানে পরিযায়ী শ্রমিকরা খাবার পাচ্ছে না, বাড়ি যাওয়ার কোনো সুব্যবস্থা নেই। তারা লকডাউনে ঘরে না খেতে পেয়ে বেরিয়ে পড়ছে বাড়ির দিকে পায়ে হেঁটে হেঁটে হাজার থেকে দুই হাজার কিলোমিটার চলছে , চলতে চলতে মারাও পড়ছে, এ পর্যন্ত একশোরও বেশি, আর কত যে মারা গেলে সরকারের মনুষত্ব ফিরবে কে জানে।
হ্যাঁ করোনা প্যাকেজ সরকার ঘোষণা ও করেছেন 20 লক্ষ কোটি যা জিডিপি এর নাকি 10 %, তবে এই অসহায় শ্রমিকরা পাচ্ছে কোথায় ? সে 10% হোক আর 20% এ হোক এই অসহায় মানুষগুলো যদি সুবিধা না পায় সেই প্যাকেজের আর মূল্য কোথায়?
"আত্মনর্ভরশীল" হ্যাঁ ওই অসহায় গুলোর আর কোনো উপায় নেই তাই তো তারা আত্মনর্ভর, সেই নিজের পায়ে হেঁটে চলেছে এর চেয়ে আর কি আত্মনর্ভরশীলতা চাই।
এই ভাবে চলতে থাকলে দিনের পর দিন খারাপের দিকে যাবে যদি লকডাউন এর পাশাপাশি করোনা আক্রান্তদের চিহ্নিত করে সঠিক চিকিৎসা করাতে না পারে, এছাড়া হসপিটাল এর ডক্টর, নার্স অন্যান্য কর্মী দের স্পেশাল প্যাকেজ এর ব্যাবস্থা না করে।