উত্তরবঙ্গ শেষ হয়ে গেলো বললেন বিধ্বস্ত মমতা বন্দ্যোপাধ্যায়

21st May 2020 1:01 am কলকাতা
উত্তরবঙ্গ শেষ হয়ে গেলো বললেন বিধ্বস্ত মমতা বন্দ্যোপাধ্যায়


নিজস্ব সংবাদদাতা :নবান্নের সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষণ্ণ মুখটাই যেন সবকিছু বলে দিল। এত বিষাদ গ্রস্ত মুখ আগে কখনো দেখেননি রাজ্যবাসি । একই সঙ্গে করোনা ও আমফান এর আঘাতে বিধ্বস্ত রাজ্য। জানালেন প্রায় পুরো দক্ষিনবঙ্গই ঝড়ের দাপটে ধ্বংস হয়ে গেছে। সবকিছু আবার নতুন করে গড়ে তুলতে হবে- রাস্তাঘাট, ইলেক্ট্রিসিটি, ঘর- বাড়ি, পানীয় জল সবকিছুই মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত।  তিনি বললেন এখনো তো ঝড় থামেনি। কাজেই ক্ষয়ক্ষতি কোথায় কতটা সেটা বুঝতে আমাদের কয়েকদিন সময় লাগবে। কাল বিকেলবেলা একটা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির হিসেব সংক্রান্ত মিটিং হবে। মুখ্যমন্ত্রী বললেন যে আজ রাতে তাঁরা নবান্ন কন্ট্রোল রুমেই থাকবেন ভেবেছিলেন কিন্তু নবান্নের অবস্থাও ভালো নয়। তাই তাঁরা আরো ঘন্টা দুই - তিন অপেক্ষা করবেন ঝড়টা উত্তর ২৪- পরগনার উপর দিয়ে বেরিয়ে গেলে সেই খবর নিয়ে তাঁরা বাড়ি ফিরে যাবেন। তিনি আরও জানালেন যে এখনো অবধি মৃতের সংখ্যা ১৪ এর কাছাকাছি। যদি ও সঠিক তথ্য পরে প্রকাশ করা হবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সকলে দয়া করে ঘরে থাকুন এবং বিপদে প্রশাসনের সাহায্য নিন।





Others News

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।


বঙ্গবার্ত ডিজিটাল ডেস্ক: আন্দোলনরত পড়ুয়ারা যে সমস্ত দাবি রেখে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত পড়ুয়াদের মারফত পাওয়া তথ্য ..

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ঠা অক্টোবর ২০২১ তারিখ বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে নিম্নলিখিত দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু হবে 

১) বিশ্ববিদ্যালয়ের জমি কোনও অবস্থাতেই হস্তান্তর করা যাবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমি হস্তান্তর না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে হবে। সংখ্যালঘু দফতরকেও জমি হস্তান্তরের সিদ্ধান্ত ফেরাতে হবে।
২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো, বর্তমান শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ফি অবিলম্বে মুকুব করতে হবে।
৩) হোস্টেলে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের কনটিনিয়েশন দিতে হবে, নতুন ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল এর ব্যবস্থা কর্তৃপক্ষকেই করতে হবে। তালতলা ও পার্ক সার্কাস ক্যাম্পাসে আলাদাভাবে ছাত্র ও ছাত্রীদের হোস্টেল নির্মাণ করতে হবে। 
৪) সংখ্যালঘু দফতরকে অবিলম্বে বাজেটে বরাদ্দ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ফাণ্ডে থাকা টাকা ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৫) থিয়োলজি সহ সমস্ত বিভাগে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। তালতলা ক্যাম্পাসে উপযুক্ত লাইব্রেরী, অন্যান্য সমস্ত ক্যাম্পাসে শিক্ষার সার্বিক পরিকাঠামো উন্নয়ন করতে হবে। 
৬) কোনও অজুহাতেই ছাত্রছাত্রীদের স্কলারশিপ বঞ্চিত করা যাবে না, আবেদনকারী ছাত্রছাত্রীদের সকলকে প্রাপ্য স্কলারশিপ দিতে হবে। 

  
হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ,  আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ইতিহাস ও অধিকার রক্ষার লড়াইয়ের পাশে দাঁড়ান, ছাত্রছাত্রীদের অনির্দিষ্টকালের অবস্থানে সামিল হন।