একটু সময় দিন কলকাতা কে আবার পুনঃ নির্মাণ করে, আগের মহিমায় ফিরিয়ে আনব : ফিরহাদ হাকিম

23rd May 2020 11:51 pm কলকাতা
একটু সময় দিন কলকাতা কে আবার পুনঃ নির্মাণ করে, আগের মহিমায় ফিরিয়ে আনব : ফিরহাদ হাকিম


ডেস্ক: এত বড় বিপর্যয় আগে কখনো দেখিনি, শুনেছি ১৭৩৭ সালে নাকি এরকম একটা ঝড় এসেছিল। সারা কলকাতা লন্ডভন্ড হয়ে গেছে হাজারে হাজারে গাছ পড়ে গেছে, শয়ে শয়ে ল্যাম্পপোস্ট পড়ে গেছে, গ্রিল উপড়ে গেছে, সারা কলকাতা বিধ্বস্ত। একটু সময় দিন কলকাতা কে আবার স্বমহিমায় আনবার জন্য সময় চাইছি, অনেক কষ্ট হচ্ছে বেরোতে পাচ্ছেন না বাড়ির সামনে গাছ পড়ে আছে, রাস্তায় গাছ পড়ে আছে, গাড়ি চালানো যাচ্ছে না। হেঁটে পার হওয়ার উপায় নেই। 

আমি জানি অনেক জায়গায় বিদ্যুৎ নেই, অল্প কিছু জায়গায় পানীয় জলের সংকট হয়েছে দু-একদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে ৭ দিনের মধ্যে আমরা কলকাতার রাস্তায় পড়ে থাকা সব গাছ কেটে ফেলব।

কলকাতাকে আবার নতুন করে পুননির্মাণ করব আস্থা রাখুন, ভরসা রাখুন।

আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে আপনাদের সেবায় নিয়োজিত আছি, আপনাদের সাথে আছি পাশে আছি। 

সুস্থ থাকুন ভালো থাকুন ভরসা রাখুন কলকাতা কর্পোরেশনের একটু সময় দিন সব কাজ আমরা করে দেব।

--- ফিরহাদ হাকিম 
(প্রশাসক, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন)





Others News

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।


বঙ্গবার্ত ডিজিটাল ডেস্ক: আন্দোলনরত পড়ুয়ারা যে সমস্ত দাবি রেখে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত পড়ুয়াদের মারফত পাওয়া তথ্য ..

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ঠা অক্টোবর ২০২১ তারিখ বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে নিম্নলিখিত দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু হবে 

১) বিশ্ববিদ্যালয়ের জমি কোনও অবস্থাতেই হস্তান্তর করা যাবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমি হস্তান্তর না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে হবে। সংখ্যালঘু দফতরকেও জমি হস্তান্তরের সিদ্ধান্ত ফেরাতে হবে।
২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো, বর্তমান শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ফি অবিলম্বে মুকুব করতে হবে।
৩) হোস্টেলে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের কনটিনিয়েশন দিতে হবে, নতুন ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল এর ব্যবস্থা কর্তৃপক্ষকেই করতে হবে। তালতলা ও পার্ক সার্কাস ক্যাম্পাসে আলাদাভাবে ছাত্র ও ছাত্রীদের হোস্টেল নির্মাণ করতে হবে। 
৪) সংখ্যালঘু দফতরকে অবিলম্বে বাজেটে বরাদ্দ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ফাণ্ডে থাকা টাকা ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৫) থিয়োলজি সহ সমস্ত বিভাগে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। তালতলা ক্যাম্পাসে উপযুক্ত লাইব্রেরী, অন্যান্য সমস্ত ক্যাম্পাসে শিক্ষার সার্বিক পরিকাঠামো উন্নয়ন করতে হবে। 
৬) কোনও অজুহাতেই ছাত্রছাত্রীদের স্কলারশিপ বঞ্চিত করা যাবে না, আবেদনকারী ছাত্রছাত্রীদের সকলকে প্রাপ্য স্কলারশিপ দিতে হবে। 

  
হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ,  আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ইতিহাস ও অধিকার রক্ষার লড়াইয়ের পাশে দাঁড়ান, ছাত্রছাত্রীদের অনির্দিষ্টকালের অবস্থানে সামিল হন।