ডেস্ক: এত বড় বিপর্যয় আগে কখনো দেখিনি, শুনেছি ১৭৩৭ সালে নাকি এরকম একটা ঝড় এসেছিল। সারা কলকাতা লন্ডভন্ড হয়ে গেছে হাজারে হাজারে গাছ পড়ে গেছে, শয়ে শয়ে ল্যাম্পপোস্ট পড়ে গেছে, গ্রিল উপড়ে গেছে, সারা কলকাতা বিধ্বস্ত। একটু সময় দিন কলকাতা কে আবার স্বমহিমায় আনবার জন্য সময় চাইছি, অনেক কষ্ট হচ্ছে বেরোতে পাচ্ছেন না বাড়ির সামনে গাছ পড়ে আছে, রাস্তায় গাছ পড়ে আছে, গাড়ি চালানো যাচ্ছে না। হেঁটে পার হওয়ার উপায় নেই।
আমি জানি অনেক জায়গায় বিদ্যুৎ নেই, অল্প কিছু জায়গায় পানীয় জলের সংকট হয়েছে দু-একদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে ৭ দিনের মধ্যে আমরা কলকাতার রাস্তায় পড়ে থাকা সব গাছ কেটে ফেলব।
কলকাতাকে আবার নতুন করে পুননির্মাণ করব আস্থা রাখুন, ভরসা রাখুন।
আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে আপনাদের সেবায় নিয়োজিত আছি, আপনাদের সাথে আছি পাশে আছি।
সুস্থ থাকুন ভালো থাকুন ভরসা রাখুন কলকাতা কর্পোরেশনের একটু সময় দিন সব কাজ আমরা করে দেব।
--- ফিরহাদ হাকিম
(প্রশাসক, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন)