কলকাতা সচল হতেই শিকেয় দূরত্ব বিধি, বাড়ছে করোনা শঙ্কা

ঘূর্ণিঝড় আমপানের (প্রকৃত উচ্চারণ উম পুন) ক্ষয়ক্ষতি সামলে সোমবার অনেকটা সচল হয়েছিল কলকাতা । আর সেই সুযোগে লকডাউন শিকেয় তুলে, দূরত্ব-বিধির পরোয়া না-করে মানুষের ঢল নামল রাস্তায়। চলল যানবাহন। খুলে গেল অধিকাংশ দোকান। জোন বিভাজন ভুলে কন্টেনমেন্ট ‘এ’ জোনেও বাজার বসল যত্রতত্র। স্বাস্থ্য দফতরের আশঙ্কা, এর ফলে এই সব এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়বে।
রবিবার রাত থেকেই হাওড়া শহরের বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এ দিন সিইএসসি-র তরফে জানানো হয়, শহরের বাইরে কয়েকটি জায়গা ছাড়া হাওড়া পুর এলাকার প্রায় সর্বত্র পরিষেবা স্বাভাবিক হয়েছে। অন্য দিকে, রবিবার রাতের মধ্যে পদ্মপুকুর জলপ্রকল্পের পাঁচটি পাম্প কাজ শুরু করায় শহরে জলের সঙ্কটও অনেকটা মিটে যায়। এক পুরকর্তা জানান, সঙ্কট অনেকটাই মিটেছে। অধিকাংশ ওয়ার্ডেই স্বাভাবিক হয়েছে জল সরবরাহ।
কিন্তু এই স্বাভাবিকতার মধ্যেই সিঁদুরে মেঘ দেখছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। কারণ, এ দিন সকাল থেকে হাওড়ার বড় রাস্তা এবং গলিতে মানুষের ভিড় বাড়তে থাকে। দোকানপাট সব খুলে যায়। বাজারগুলি এখনও বন্ধ থাকলেও রাস্তার ধারে এবং অলিগলিতে অস্থায়ী বাজার বসে পড়ে। দূরত্ব-বিধি না-মেনে বাজার করতে নেমে পড়েন বাসিন্দারা। এই অবস্থা দেখা যায় কন্টেনমেন্ট ‘এ’ জোন হিসেবে চিহ্নিত ডবসন রোড, পিলখানা, বেলিলিয়াস রোড, নেতাজি সুভাষ রোড, জি টি রোড, ফজিরবাজার-সহ বহু এলাকায়।
এর পাশাপাশি মাস্ক পরার প্রবণতাতেও ভাটা পড়েছে বেশ কিছু এলাকায়। জল-বিদ্যুতের দাবিতে রাস্তায় বিক্ষোভ করতে নামা অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক। উল্টে এই সব বিক্ষোভের জেরে ভিড় বেড়েছে বিভিন্ন এলাকায়।
Pic Source:google.(প্রতীকী )
Others News