তীব্র ক্ষোভ এর বাতাবরণ,ক্ষোভে ফুঁসছে আলিয়া বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরা

27th May 2020 10:04 pm কলকাতা
তীব্র  ক্ষোভ এর বাতাবরণ,ক্ষোভে ফুঁসছে আলিয়া বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরা


বঙ্গ বার্তা ডিজিটাল ডেস্ক : করোনার মধ্যে পরীক্ষা দিতে কোনো ভাবেই রাজি না আলিয়া বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরা। কার্যত ক্ষোভে ফুঁসছে সাধারণ ছাত্রছাত্রীরা এমনটাই খবর সূত্রের।সম্প্রতি তারা জানতে পারে যে ১০ই জুন লোকডাউন খুললে তার ৩ সপ্তাহের মধ্যে পরীক্ষায় বসতে হবে ফাইনাল যার এর ছাত্রছাত্রীদের।দূরদূরান্ত থেকে পড়তে যাওয়া সমস্ত শিক্ষার্থীরাই এই সময় বাড়িতে,তাই মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের। মুহূর্তের মধ্যে গড়ে ওঠে জনমত এবং তারা ইউ জি সি কে গণ ইমেইল এর মাধ্যমে জানাতে থাকে তাদের অসুবিধা এবং ক্ষোভের কথা। ভিসি রেজিস্ট্রার কে মেইল করে তারা কিন্তু কোনো উত্তর নাকি আসেনি।সিলেবাস শেষ না করে কিভাবে পরীক্ষা হবে তারা কথাই গিয়ে থাকবেন এই নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেছে বাইরে থাকা ছাত্রছাত্রীরা।নাম জানাতে অনিচ্ছুক ১ ছাত্র জানান যে তার মেস এর মালিক তাকে এখন আস্তে বারণ করে দিয়েছেন।তাহলে সে এসে থাকবে কোথায়?
আলিয়া বিশ্ববিদ্যালয়ের অনলাইন পিটিশন এর লিংক ,
https://www.petitions.net/aliah_-against_exam

 

 যদিও পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে সব পরিস্থিতি ভেবে ৩০এ জুন অব্দি রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে।যদিও কলেজ বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি কর্তৃপক্ষের উপরে ছেড়েছেন।


যদি ও এই নিয়ে বাকি  ছাত্র সংগঠন গুলোর মধ্যে তীব্র  ক্ষোভ এর বাতাবরণ পাওয়া যাচ্ছে।





Others News

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।


বঙ্গবার্ত ডিজিটাল ডেস্ক: আন্দোলনরত পড়ুয়ারা যে সমস্ত দাবি রেখে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত পড়ুয়াদের মারফত পাওয়া তথ্য ..

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ঠা অক্টোবর ২০২১ তারিখ বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে নিম্নলিখিত দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু হবে 

১) বিশ্ববিদ্যালয়ের জমি কোনও অবস্থাতেই হস্তান্তর করা যাবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমি হস্তান্তর না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে হবে। সংখ্যালঘু দফতরকেও জমি হস্তান্তরের সিদ্ধান্ত ফেরাতে হবে।
২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো, বর্তমান শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ফি অবিলম্বে মুকুব করতে হবে।
৩) হোস্টেলে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের কনটিনিয়েশন দিতে হবে, নতুন ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল এর ব্যবস্থা কর্তৃপক্ষকেই করতে হবে। তালতলা ও পার্ক সার্কাস ক্যাম্পাসে আলাদাভাবে ছাত্র ও ছাত্রীদের হোস্টেল নির্মাণ করতে হবে। 
৪) সংখ্যালঘু দফতরকে অবিলম্বে বাজেটে বরাদ্দ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ফাণ্ডে থাকা টাকা ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৫) থিয়োলজি সহ সমস্ত বিভাগে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। তালতলা ক্যাম্পাসে উপযুক্ত লাইব্রেরী, অন্যান্য সমস্ত ক্যাম্পাসে শিক্ষার সার্বিক পরিকাঠামো উন্নয়ন করতে হবে। 
৬) কোনও অজুহাতেই ছাত্রছাত্রীদের স্কলারশিপ বঞ্চিত করা যাবে না, আবেদনকারী ছাত্রছাত্রীদের সকলকে প্রাপ্য স্কলারশিপ দিতে হবে। 

  
হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ,  আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ইতিহাস ও অধিকার রক্ষার লড়াইয়ের পাশে দাঁড়ান, ছাত্রছাত্রীদের অনির্দিষ্টকালের অবস্থানে সামিল হন।