Others News

"ফিরে চাই আবার" ✍️ ফেরদৌসী বেগম।

"ফিরে চাই আবার" ✍️ ফেরদৌসী বেগম।


"ফিরে চাই আবার"

✍️ ফেরদৌসী বেগম


আমার চেনা পৃথিবী বদলে গেছে অচেনা 
সাগর তীরে  !
ফুরিয়েছে বেলা  হারিয়েছে তাঁর  ভেলা !
যার কাছে ফুলের কোনো মূল্য নেই !
ঘুমভাঙা সকালের কোনো স্বপ্ন নেই !
আকাশটাও  আজ বড্ড দূরে , 
শুধু বন্দি আর জব্দের পাহাড়ের আনাগোনা করে !
এ তো  আমার চেনা পৃথিবী নয় , 
বৃষ্টিগুলো চাতক হয়ে আসে না চালে !
রঙের টুলি সাজে না আর বাতাসের , 
 নদী   ! 
এ তো আমার চেনা পৃথিবী নয় !
মানুষের মানবতার অস্তিত্ব আর ছিটে ফোঁটা 
বেঁচে নেই !
আকাশের মেঘও বদলে নিয়েছে রঙ !
সবই শুধু ছলনা  , 
না আছে শিক্ষা না আছে বিদ‍্যা !
এ তো আমার চেনা পৃথিবী নয় ! 
ঘুম ভেঙে ভোরে 
আবার ফিরে চাই আমার পৃথিবী !
যেখানে বিশ্বাসে ভয় নেই , 
সাত রঙ সাজে  !
ফুলের গন্ধও কথা বলে , 
আবার চাই আমার পৃথিবী যেখানে 
হিংসা নয় মানুষ মানুষের পরিচয় দিয়ে 
বাঁচে  !