অবাক হবেন না, মানসিকতার পরিবর্তন আনতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

3rd June 2020 6:50 pm শিক্ষা ও স্বাস্থ্য
অবাক হবেন না, মানসিকতার পরিবর্তন আনতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।


প্রতিবেদনটি লিখেছেন তানহা খান:

মেয়েদের পেন্টি -ব্রা এইসব অন্যান্য পোশাকের মতোই দরকারি পোশাক। ছোট বেলা থেকে আপনার ছেলে সন্তানকে এই জাতীয় পোশাকের সাথে পরিচিত করাবেন। লুকিয়ে রাখার কোন প্রয়োজন নেই। ছোট বেলা থেকেই যখন ওরা এইসব পোশাকের সাথে পরিচিত থাকবে তখন বড় হয়ে এই পোশাক নিয়ে কৌতূহলী হবে না। ওদের কাছে তখন এইসব পোশাক অন্যান্য পোশাকের মতোই স্বাভাবিক মনে হবে।

একটা মেয়ে ব্রা -প্যান্টি পড়বে তা স্বাভাবিক, অনেক সময় ব্রার বেল্ট বেরিয়ে যায় কিবা, কালার ম্যাচ না হওয়ায় তা আংশিক বুঝা যায়। আর এইসব দেখে অনেক মানুষ চোখ কুচকে ভুরু কপালে উঠে যায়। আবার অনেকে বাজে মন্তবও করে থাকে। প্রথমে (ঐ) উপরোক্ত বিষয় গুলার সাথে ছোট থেকেই পরিচয় করালে পরবর্তীতে স্বাভাবিক দৃষ্টিতে দেখবে বলেই আমার মনেহয়। কারণ ব্রা প্যান্টি সব মেয়েরাই যেমন পড়ে, আপনার আমার ঘরের মেয়ে, বউ, মায়েরাও পড়ে।

আমি প্রতিবছর কম হলেও দুই ডজন ব্রা -প্যান্টি জোড়া কিনে একসাথে নিয়ে যাই, মা বোন আর বউয়ের জন্য। সবার সামনে বের করে ছোটবোন কিবা বউয়ের হাতে দেই, তারা তখন যার যারটা দেখে নিয়ে নেয়। এখানে লুকানো কিবা লজ্জার কিছু আমি মনে করিনা।

ছোটবেলা থেকে সন্তানকে পারিবারিক ভাবে শিক্ষা দেওয়ার জন্য মায়ের অনেক ভূমিকা থাকে। সন্তানের কাছে এটা ওটা না লুকিয়ে সবকিছু খোলামেলা আলোচনা করলে মায়ের থেকে ছেলে সন্তানেরা মেয়েদের ব্যাপারে অনেক কিছু জানতে পারে।

 

(সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে এই প্রতিবেদনটি)





Others News