ডানকুনিতে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ১ জঙ্গি।

8th June 2020 2:33 pm কলকাতা
ডানকুনিতে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ১ জঙ্গি।


জামাত-উল-মুজাহিদিন সদস্যকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ 

জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের সদস্য শেখ রেজাউলকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। 

এসটিএফের কাছে গোপন সূত্রে খবর আসে, হুগলির ডানকুনি এলাকায় আত্মগোপন করে আছে বাংলাদেশের জামাত-উল-মুজাহিদিন সংগঠনের সদস্য শেখ রেজাউল। খবর পেয়েই এসটিএফের একটি দল ডানকুনি যায়। গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয় রেজাউলকে। পুলিশের খাতায় যার নাম ছিল এবং যাকে বেশ কিছুদিন ধরেই হন্যে হয়ে খোঁজা হচ্ছিল। রেজাউল ছিল জামাত-উল-মুজাহিদিন সংগঠনের একজন অত্যন্ত সক্রিয় সদস্য। তার কাজ ছিল সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের নির্দেশ সংগঠনের নিচের তলায় পৌঁছে দেওয়া, নিচুতলার সদস্যদের সঙ্গে সংগঠনের নেতাদের বৈঠকের ব্যবস্থা করিয়ে দেওয়া ইত্যাদি। রেজাউলকে আদালতে পেশ করা হবে আগামীকাল। জিজ্ঞাসাবাদ চলছে জঙ্গি কার্যকলাপ নিয়ে বিস্তারিত জানতে।

 

 





Others News

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।


বঙ্গবার্ত ডিজিটাল ডেস্ক: আন্দোলনরত পড়ুয়ারা যে সমস্ত দাবি রেখে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত পড়ুয়াদের মারফত পাওয়া তথ্য ..

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ঠা অক্টোবর ২০২১ তারিখ বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে নিম্নলিখিত দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু হবে 

১) বিশ্ববিদ্যালয়ের জমি কোনও অবস্থাতেই হস্তান্তর করা যাবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমি হস্তান্তর না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে হবে। সংখ্যালঘু দফতরকেও জমি হস্তান্তরের সিদ্ধান্ত ফেরাতে হবে।
২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো, বর্তমান শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ফি অবিলম্বে মুকুব করতে হবে।
৩) হোস্টেলে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের কনটিনিয়েশন দিতে হবে, নতুন ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল এর ব্যবস্থা কর্তৃপক্ষকেই করতে হবে। তালতলা ও পার্ক সার্কাস ক্যাম্পাসে আলাদাভাবে ছাত্র ও ছাত্রীদের হোস্টেল নির্মাণ করতে হবে। 
৪) সংখ্যালঘু দফতরকে অবিলম্বে বাজেটে বরাদ্দ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ফাণ্ডে থাকা টাকা ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৫) থিয়োলজি সহ সমস্ত বিভাগে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। তালতলা ক্যাম্পাসে উপযুক্ত লাইব্রেরী, অন্যান্য সমস্ত ক্যাম্পাসে শিক্ষার সার্বিক পরিকাঠামো উন্নয়ন করতে হবে। 
৬) কোনও অজুহাতেই ছাত্রছাত্রীদের স্কলারশিপ বঞ্চিত করা যাবে না, আবেদনকারী ছাত্রছাত্রীদের সকলকে প্রাপ্য স্কলারশিপ দিতে হবে। 

  
হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ,  আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ইতিহাস ও অধিকার রক্ষার লড়াইয়ের পাশে দাঁড়ান, ছাত্রছাত্রীদের অনির্দিষ্টকালের অবস্থানে সামিল হন।