২০২১ বাংলায় বিধানসভা ভোটে সেরা স্ট্রাইকার শুভেন্দু অধিকারী বলছেন অভিনেতা সোহেল দত্ত।

26th July 2020 12:09 am কলকাতা
২০২১ বাংলায় বিধানসভা ভোটে সেরা স্ট্রাইকার শুভেন্দু অধিকারী বলছেন অভিনেতা সোহেল দত্ত।



বঙ্গ বার্তা ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারী আগামী বিধানসভা ভোটের স্ট্রাইকার বলছেন অভিনেতা সোহেল দত্ত। রাজনীতির ময়দানে পশ্চিমবাংলায় যদি কোনো সাংগঠনিক নেতা থেকে থাকেন তাদের মধ্যে অবশ্যই অন্যতম শুভেন্দু অধিকারী, শুধু ভাষণে নয় কাজে বিশ্বাসী শুভেন্দু দা এমনটাই দাবি অভিনেতা সোহেল দত্তের। ছাত্রজীবন থেকেই রাজনীতির শুরু তারপর যুব সভাপতি এখন অবশ্য রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারি সকল মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

ভয়াবহ করোনা পরিস্থিতিতে একদিকে যেমন ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন অপরদিকে বিরোধীদের কুৎসা ও অপরাজনীতির বিরুদ্ধে জবাব দিয়ে গেছেন চোখে চোখ রেখে সমানে। 

শুভেন্দু আদর্শে বিশ্বাসী অভিনেতা সোহেল দত্ত, করোনা আবহে যখন সারা বিশ্ব তোলপাড় ঠিক সেই সময় পশ্চিমবাংলা রাজনৈতিতে পারদ দিনদিন উঠে চলেছ উপরের দিকে।

অভিনেতা সোহেল দত্ত একদিকে নিজের কাজকর্ম যেমন চালিয়ে যাচ্ছেন ঠিক অপরদিকে খামতি রাখেননি এই ভয়াবহ কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এবং সহযোগিতা করতে। 

বিগত বেশ কয়েকদিন আগে অভিনেতা সোহেল দত্তকে দেখা গেছে কখনো ত্রাণ নিয়ে কখনো বা সতর্কবার্তা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন তিনি। 

 

 

অভিনেতা সোহেল দত্তের অভিনীত ছবিি ক্লাসরুম।

 

 





Others News

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।


বঙ্গবার্ত ডিজিটাল ডেস্ক: আন্দোলনরত পড়ুয়ারা যে সমস্ত দাবি রেখে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত পড়ুয়াদের মারফত পাওয়া তথ্য ..

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ঠা অক্টোবর ২০২১ তারিখ বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে নিম্নলিখিত দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু হবে 

১) বিশ্ববিদ্যালয়ের জমি কোনও অবস্থাতেই হস্তান্তর করা যাবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমি হস্তান্তর না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে হবে। সংখ্যালঘু দফতরকেও জমি হস্তান্তরের সিদ্ধান্ত ফেরাতে হবে।
২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো, বর্তমান শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ফি অবিলম্বে মুকুব করতে হবে।
৩) হোস্টেলে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের কনটিনিয়েশন দিতে হবে, নতুন ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল এর ব্যবস্থা কর্তৃপক্ষকেই করতে হবে। তালতলা ও পার্ক সার্কাস ক্যাম্পাসে আলাদাভাবে ছাত্র ও ছাত্রীদের হোস্টেল নির্মাণ করতে হবে। 
৪) সংখ্যালঘু দফতরকে অবিলম্বে বাজেটে বরাদ্দ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ফাণ্ডে থাকা টাকা ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৫) থিয়োলজি সহ সমস্ত বিভাগে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। তালতলা ক্যাম্পাসে উপযুক্ত লাইব্রেরী, অন্যান্য সমস্ত ক্যাম্পাসে শিক্ষার সার্বিক পরিকাঠামো উন্নয়ন করতে হবে। 
৬) কোনও অজুহাতেই ছাত্রছাত্রীদের স্কলারশিপ বঞ্চিত করা যাবে না, আবেদনকারী ছাত্রছাত্রীদের সকলকে প্রাপ্য স্কলারশিপ দিতে হবে। 

  
হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ,  আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ইতিহাস ও অধিকার রক্ষার লড়াইয়ের পাশে দাঁড়ান, ছাত্রছাত্রীদের অনির্দিষ্টকালের অবস্থানে সামিল হন।