করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য খুলে দেওয়া হলো নিউ টাউন এর হজ্ব হাউস।

26th July 2020 12:44 pm কলকাতা
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য খুলে দেওয়া হলো নিউ টাউন এর হজ্ব হাউস।


মন্সুর হাবিবুল্লাহ, নিজস্ব প্রতিনিধি:  দেশে খুব সহজেই ধর্মীয় মেরুকরণের কানভাসে লাল রং  রাঙানো যায় ,সেই দেশে যে এত সহজে সহিষ্ণুতার নীলদর্পণ দেখা যাবে এই আশা বোধ হয় ঠিক নয় ,তাই বোধ হয় যত  তাড়াতাড়ি “নিজামউদ্দিন মার্কাজ " এর ঘটনা আপনার কানে পৌঁছেছে  ঠিক তত তাড়াতাড়ি “মদিনাতুল হুজ্জাজকে" অর্থাৎ কলকাতার  হজ হাউসকে কোভিড হাসপাতাল  হিসেবে উৎসর্গের খবর আপনার কানে পৌঁছয়নি ।। কোলকাতার নিউটাউন এর ইকোস্পেস থেকে গিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয় এর পার্শ্বস্থ সমহিমায় মাথা উঁচু করে যে বহুতল বাড়িটি থেকে বছরের পর বছর ধরে হাজারে হাজারে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন পাড়ি জমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ,এবং হজ এর মরশুমে যে বাড়িটিকে কেন্দ্র করে মুসলিম সমাজের মন সরগরম ভাবনা আর উদ্বেলনের ঠিকানা হয়ে দাঁড়ায় ,এক কথায় যাকে সহজ নামে আপনি হজ হাউস বা মদিনাতুল হুজ্জাজ নামে চেনেন !সেই হজ হাউস কেই গত ২০ জুলাই পশ্চিমবঙ্গ হজ কমিটির পক্ষ হতে এই  দুঃ সময়ে  সরকারের পাশে দাড়িয়ে হজ হাউসকে কোভিড হাসপাতাল বানানোর  সায় মিলেছে । এটি একটি অত্যন্ত আনন্দের খবর । ঠিক যে সময় একটি সম্প্রদায় ভুয়ো খবর আর আরোপ এর জালে জর্জরিত ঠিক সেই সময় এমন একটি সিদ্ধান্ত সত্যিই সাধুবাদ এর যোগ্য দাবিদার । যদি এই ভাবেই সমস্ত ধর্মের মূলে নিহিত মনুষত্বের পরিচর্যাক নুতন দিকদর্শন দেখায়  “মদিনাতুল হূজ্জাজ" কিম্বা দিল্লির “রাধা সোয়ামি স্প্রিচুয়াল সেন্টার" এর মতো ধর্মীয় পীঠস্থান গুলি তবে বোধ হয় আমরা আবার "বৃহৎ গণতন্ত্র" অথবা " বিভীদতা " নামক বিশেষণ গুলির নতুন সঙ্গায়নে দৃষ্টান্ত স্থাপন করতে সম্ভবপর হবো ।।





Others News

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।


বঙ্গবার্ত ডিজিটাল ডেস্ক: আন্দোলনরত পড়ুয়ারা যে সমস্ত দাবি রেখে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত পড়ুয়াদের মারফত পাওয়া তথ্য ..

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ঠা অক্টোবর ২০২১ তারিখ বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে নিম্নলিখিত দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু হবে 

১) বিশ্ববিদ্যালয়ের জমি কোনও অবস্থাতেই হস্তান্তর করা যাবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমি হস্তান্তর না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে হবে। সংখ্যালঘু দফতরকেও জমি হস্তান্তরের সিদ্ধান্ত ফেরাতে হবে।
২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো, বর্তমান শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ফি অবিলম্বে মুকুব করতে হবে।
৩) হোস্টেলে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের কনটিনিয়েশন দিতে হবে, নতুন ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল এর ব্যবস্থা কর্তৃপক্ষকেই করতে হবে। তালতলা ও পার্ক সার্কাস ক্যাম্পাসে আলাদাভাবে ছাত্র ও ছাত্রীদের হোস্টেল নির্মাণ করতে হবে। 
৪) সংখ্যালঘু দফতরকে অবিলম্বে বাজেটে বরাদ্দ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ফাণ্ডে থাকা টাকা ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৫) থিয়োলজি সহ সমস্ত বিভাগে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। তালতলা ক্যাম্পাসে উপযুক্ত লাইব্রেরী, অন্যান্য সমস্ত ক্যাম্পাসে শিক্ষার সার্বিক পরিকাঠামো উন্নয়ন করতে হবে। 
৬) কোনও অজুহাতেই ছাত্রছাত্রীদের স্কলারশিপ বঞ্চিত করা যাবে না, আবেদনকারী ছাত্রছাত্রীদের সকলকে প্রাপ্য স্কলারশিপ দিতে হবে। 

  
হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ,  আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ইতিহাস ও অধিকার রক্ষার লড়াইয়ের পাশে দাঁড়ান, ছাত্রছাত্রীদের অনির্দিষ্টকালের অবস্থানে সামিল হন।