দিদিমনি তোমায় চাই
বঙ্গ বার্তা ডিজিটাল ডেস্ক :সাক্ষাৎকারে তিনি বলে দিলেন আবারো ২১ শে তিনিই মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। এই তরুণ অভিনেতা বলেন যে তার নিজের কোনো দিদি বা বোন নেই। তিনি ছোট থেকেই মমতা ব্যানার্জিকেই নিজের দিদির মতন দেখেন। ২০০৮ সালে এক অনুষ্ঠানে তার দিদির সঙ্গে আলাপ হয় তখন তিনি তাকে অন্টি বলে সম্বোধন করলে মমতা বন্ধোপাধ্যায় নিজে তাকে অভয় দিয়ে দিদি বলে ডাকতে বলেন। তারপর থেকে তিনি তাকে দিদি বা দিদিমনি বলে ডাকেন। সোহেল বলেন দিদি তার জীবনে এক আদর্শ তার অনুপ্রেরণা তার থেকে জীবন মুখী অনেক শিক্ষায় তিনি পেয়েছেন। তিনি শিখিয়েছেন কি করে মানুষের পাশে থাকতে হয় তিনি শিখিয়েছেন কি করে মানুষের সেবা করতে হয়। কিছুদিন আগে শুভেন্দু অদিকারী নিয়ে পোস্ট করার কারণে যে তাকে অনেক কথায় শুনতে হয়েছিল বিভিন্ন মহল থেকে তা তিনি নিজের ফেইসবুক পোস্ট এ উল্লেখ করেছেন। তার কাছে সেরা মুখ্যমন্ত্রী একজনই তিনি হলেন তার প্রানপ্রিয় দিদি তথা মমতা ব্যানার্জি। তিনি বলেন যে রাজনৈতিক দল মানে শুধুই তৃণমূল কংগ্রেস এবং তিনি ভবিষ্যতে এই দল ছাড়া অন্য কোনো দল কে নিয়ে ভাবেন ও না। তিনি দৃঢ় আশাবাদী যে সঠিক ভাবে ভোট হলে ২১শে আবারো হাওয়াই চটি বাংলার মসনদে বসবেন এবং আবারো মানুষের সেবা করবেন।
Others News
আজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে বহরমপুর শহরের প্রায় ৫০০ শতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান করা হলো। উক্ত উৎসবে উপস্থিত ছিলেন তৃণমূল
আজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে বহরমপুর শহরের প্রায় ৫০০ শতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান করা হলো। উক্ত উৎসবে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা ফিরোজ শেখ, প্রসেনজিৎ মন্ডল থেকে শুরু করে বহরমপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা সুজয় সরকার ও আরো অনেকে।