অভিনয়ের সাথে এখন রাজ্যের দাবার দায়িত্বে সোহেল !

19th August 2020 12:57 am কলকাতা
অভিনয়ের সাথে এখন রাজ্যের দাবার দায়িত্বে সোহেল !


বঙ্গবার্ত ডিজিটাল ডেস্ক:অভিনয়ের পাশাপাশি এখন রাজ্যের দাবার দায়িত্বে সোহেল। অভিনেতা সোহেল বলেন, আমি সাউথ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট থেকে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন এর J.T SECY সিলেক্ট হয়েছি,সবাইকে অনেক ধন্যবাদ আমায় নির্বাচন করার জন্য।

 

কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বোর্ড গঠনের পরেই লোকডাউন পিরিয়ড শুরু হয়ে গেল।আপনারা সবাইজনেন এখন সবধরণের আউট গেম বন্ধ,ফুটবল,ক্রিকেট,হকি,সব বন্ধ,এইসময় দাবা একটা ভালো বিকল্প হতে পারে,অনেকটা ফেলুদার ভাষায় “মগজ শাস্ত্রের খেলা”।

 

যদিও দাবা প্রতিযোগিতা স্কুল এবং কলেজ লেভেল এ রয়েছে কিন্তু এই লোকডাউন এর পাশে ইভার্চুয়াল চেস চ্যাম্পিয়নশিপ করা যেতে পারে স্টুডেন্টস দের জন্য,আমরা খোলা মনে সব অপশনস বিবেচনা করছি।আমাদের আগামীদিনের মিটিং এ এসব বিকল্প নিয়েই বিবেচনা চিন্তা করছি।





Others News

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।


বঙ্গবার্ত ডিজিটাল ডেস্ক: আন্দোলনরত পড়ুয়ারা যে সমস্ত দাবি রেখে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত পড়ুয়াদের মারফত পাওয়া তথ্য ..

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ঠা অক্টোবর ২০২১ তারিখ বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে নিম্নলিখিত দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু হবে 

১) বিশ্ববিদ্যালয়ের জমি কোনও অবস্থাতেই হস্তান্তর করা যাবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমি হস্তান্তর না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে হবে। সংখ্যালঘু দফতরকেও জমি হস্তান্তরের সিদ্ধান্ত ফেরাতে হবে।
২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো, বর্তমান শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ফি অবিলম্বে মুকুব করতে হবে।
৩) হোস্টেলে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের কনটিনিয়েশন দিতে হবে, নতুন ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল এর ব্যবস্থা কর্তৃপক্ষকেই করতে হবে। তালতলা ও পার্ক সার্কাস ক্যাম্পাসে আলাদাভাবে ছাত্র ও ছাত্রীদের হোস্টেল নির্মাণ করতে হবে। 
৪) সংখ্যালঘু দফতরকে অবিলম্বে বাজেটে বরাদ্দ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ফাণ্ডে থাকা টাকা ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৫) থিয়োলজি সহ সমস্ত বিভাগে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। তালতলা ক্যাম্পাসে উপযুক্ত লাইব্রেরী, অন্যান্য সমস্ত ক্যাম্পাসে শিক্ষার সার্বিক পরিকাঠামো উন্নয়ন করতে হবে। 
৬) কোনও অজুহাতেই ছাত্রছাত্রীদের স্কলারশিপ বঞ্চিত করা যাবে না, আবেদনকারী ছাত্রছাত্রীদের সকলকে প্রাপ্য স্কলারশিপ দিতে হবে। 

  
হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ,  আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ইতিহাস ও অধিকার রক্ষার লড়াইয়ের পাশে দাঁড়ান, ছাত্রছাত্রীদের অনির্দিষ্টকালের অবস্থানে সামিল হন।