সমাজবন্ধু সম্মাননা প্রদান অনুষ্ঠান।

18th April 2022 3:22 am কলকাতা
সমাজবন্ধু সম্মাননা প্রদান অনুষ্ঠান।


বঙ্গ বার্তা :

আজ ১৭ই এপ্রিল ২০২২, রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের (পার্ক সার্কাস ক্যাম্পাস) প্রেক্ষাগৃহে ভূগোল ও পরিবেশ পত্রিকা গোষ্ঠী আয়োজিত সমাজ বন্ধু সম্মাননা প্রদান এবং মানুষ ও পরিবেশ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হলো। ভূগোল ও পরিবেশ বিষয়কে ভালোবেসে মানবসেবায় যাঁরা নিয়োজিত হয়েছেন, উক্ত দিনে সম্মানিত করা হলো। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ্ অধ্যাপক মলয় মুখোপাধ্যায় (অবসরপ্রাপ্ত), বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন।ও বিশিষ্ট ভূগোলবিদ্ অধ্যাপক আশীষ কুমার পাল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য সম্মনীয় ব্যক্তিবর্গ। এই উক্ত অনুষ্ঠানে আলিপুর দুয়ার থেকে সুন্দরবন পর্যন্ত নয়জন পরিবেশপ্রেমি সমাজসেবকবৃন্দকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি জলবায়ু সংক্রান্ত বিষয় নিয়ে আলোকপাত করা হলো। এই অনুষ্ঠানের উপস্থিত ম্যানগ্রোভ ম্যানের আলোচনায় মূল কথাটি উঠে এলো -"ম্যানগ্রোভ হল উপকূল ও কলকাতার স্হানীয় অভিভাবক। তাকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেক নাগরিক থেকে রাষ্ট্রনেতাদের "।

 

সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি গঙ্গা নদীর মোহনায় অবস্থিত। ১৯৯৭ সালে ইউনেস্কো এই স্থানকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। এর প্রাকৃতিক পরিবেশ সব সময় প্রকৃতিপ্রেমী, বিজ্ঞানী, গবেষক ও পর্যটকদের আকর্ষণ করে। ভূগোলবিদরা সময় ও স্থানের সঙ্গে মানুষ আর পরিবেশের মধ্যে সম্পর্ক চিহ্নিতকরণের চেষ্টা চালান। আমাদের শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল বাস্তবিক জ্ঞান অর্জন, বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ ও চিত্তবিনোদন কাজ করার জন্য তরুন প্রজন্মকে উৎসাহিত করা হলো।





Others News

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।

সংকটে আলিয়া, চিন্তায় পড়ুয়ারা।


বঙ্গবার্ত ডিজিটাল ডেস্ক: আন্দোলনরত পড়ুয়ারা যে সমস্ত দাবি রেখে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত পড়ুয়াদের মারফত পাওয়া তথ্য ..

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ঠা অক্টোবর ২০২১ তারিখ বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে নিম্নলিখিত দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু হবে 

১) বিশ্ববিদ্যালয়ের জমি কোনও অবস্থাতেই হস্তান্তর করা যাবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জমি হস্তান্তর না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে হবে। সংখ্যালঘু দফতরকেও জমি হস্তান্তরের সিদ্ধান্ত ফেরাতে হবে।
২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো, বর্তমান শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর ফি অবিলম্বে মুকুব করতে হবে।
৩) হোস্টেলে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের কনটিনিয়েশন দিতে হবে, নতুন ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল এর ব্যবস্থা কর্তৃপক্ষকেই করতে হবে। তালতলা ও পার্ক সার্কাস ক্যাম্পাসে আলাদাভাবে ছাত্র ও ছাত্রীদের হোস্টেল নির্মাণ করতে হবে। 
৪) সংখ্যালঘু দফতরকে অবিলম্বে বাজেটে বরাদ্দ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ফাণ্ডে থাকা টাকা ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৫) থিয়োলজি সহ সমস্ত বিভাগে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। তালতলা ক্যাম্পাসে উপযুক্ত লাইব্রেরী, অন্যান্য সমস্ত ক্যাম্পাসে শিক্ষার সার্বিক পরিকাঠামো উন্নয়ন করতে হবে। 
৬) কোনও অজুহাতেই ছাত্রছাত্রীদের স্কলারশিপ বঞ্চিত করা যাবে না, আবেদনকারী ছাত্রছাত্রীদের সকলকে প্রাপ্য স্কলারশিপ দিতে হবে। 

  
হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ,  আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ইতিহাস ও অধিকার রক্ষার লড়াইয়ের পাশে দাঁড়ান, ছাত্রছাত্রীদের অনির্দিষ্টকালের অবস্থানে সামিল হন।